নিভৃত আঁধারের বুক চিরে যদি
কখনো উঁকি দিয়ে যায় সাঁঝের আহত প্রত্যাশা,
জেনে নিও আমি জেগে আছি কোনো রাতের দ্বিপ্রহরে একাকী
অগ্নি তাপে গলে পড়া মোমের সুতো জ্বলা আবেশে।


যদি শব্দের পাখিরা হারায় শুভ্র মেঘের আড়ালে
স্বপ্ন ভাঙা রাতের অবসাদ বেলায় দিগন্তের অথৈ নীলিমায়,
আগামী দিনের উদিত নব প্রভাতের সান্ত্বনা।  


তুমি চেয়ে দেখবে নীরব স্রোতধারায় যখন ভেসে যাবে
মরচেধরা ইতিহাসের পাতা একে একে,
তখন যদি মনের সাগরে উদ্বেলিত ঢেউ ধাবমান হয়
ভেবে নিও আমার অস্তিত্ব এখনো বাকি আছে হৃদয় গহীনে।


যখন ভুলে যাওয়া সময়ের অসংখ্য অসমাপ্ত গল্প পরবে মনে
শূন্য উঠোনে অঝর বৃষ্টির ফোঁটার আল্পনা মুছে দিয়ে
অতীতের রংহীন তুলিতে আঁকা শব্দের মালা।


বাক্যহীন নয়নের বোবা দৃশ্যে কতো শব্দের নিশ্চুপ আর্তনাদে
সময়ের পরাজিত সৈনিকদের মত যদি ছুটে আসে কাছে,
তবে বুঝে নিও তুমি, তোমার তৃষিত অন্তরের ভৈরবী বিরহে
আমি বেঁচে আছি ভ্রান্ত পৃথিবীর কোনো আঁধারে।

অপেক্ষার কষ্টগুলো লুকিয়ে রেখে উষ্ণ দীর্ঘশ্বাসের বাঁধনে
কিভাবে করে সন্ধি অকৃতী কপট খুশির গহীনে,
ব্যাকুলতার দ্বার ভাঙা নির্বাক অগ্নিদগ্ধ হৃদয়ের অঙ্কনে।
_______________
০৭/১০/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®