দাঁড়িয়ে ছিলাম জীবনের পথে উদ্বাহু বাড়িয়ে আনমনে,
অচৈতন্যের বিকার বিলাসে নিজেকে জড়িয়ে,
মৌনতা নিয়ে একাকী নির্বাক শিথিল বেলায়।  
জানি না আর কত রাত পাড়ি দিলে আবার আমি,
খুঁজে পাবো এক স্বর্ণালী ভোরের ঠিকানা।
কতদিন এভাবে প্রত্যাশার দীর্ঘশ্বাসে বুক নিয়ে,
ভুলে যাওয়া প্রতিশ্রুতির মতো হাঁটবো বিদীর্ণ পথে।  


আজো মনে পড়ে আকাশের নীলাভে ভাসে রঙিন স্বপ্ন,  
মনে নীল কামনা থর্ থর্ কাঁপন চোখের কোণায়,
নিঃশ্বাসে বিষবাষ্প ঠোঁটে প্রশান্তি খুঁজেছি নির্দ্বিধায়,
সুন্দর পৃথিবীতে নিজেকে সন্ধানী কাঙ্খিত চোখে,
মনের মুখরিত উচ্ছ্বাসের উচ্ছল তরঙ্গে।


সোনালী দিনগুলো চলে গেলে রেখে যায় স্মৃতি,
দিয়ে যায় একরাশ দায়িত্বের প্রতিশ্রুতি,
শরীরের ভাঁজে ভাঁজে নিভানো ধূপকাঠির শিখা  
তার পর সব কিছুই বিভীষিকাময় মরীচিকা।


জানি হয়তো আর কোনো দিনও আসবেনা তুমি এভাবে
নিশ্চুপ শিশিরের শব্দধ্বনি শোনাতে সুদূর দিগন্ত হতে
তবুও জীবনের অন্তহীন পথে ক্লান্তিহীনতার সাথে চলছি
এই প্রত্যাশায় যদি কোন দিন ঘোর কেটে যায় বিষাদের
তখন অব্যক্ত শব্দগুলো নক্ষত্রের বুকে উজ্জ্বল হবে।
_______________
১৩/১০/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®