আমি শুনতে পাই দূর দিগন্তে অবিরাম ছুটির ঘন্টা,
একঝাঁক শুভ্র পাখির ডানা ঝাপটানো আর্তনাদ,
ঘুণে ধরা জানালায় বিকেলি ছায়ার আবির্ভাব,
একটি ছিন্ন খাতার দু'টি পাতা,
জীবনের অবিচ্ছেদ্য কিছু হিসাব নিকাশ।


অকুল মনের নিস্তেজ কিছু বাসনা আজো অপূর্ণ,
জীবন নিজ গলায় বিষকাঁটালির মালা পড়ে,
হয়তো খুঁজে নিবে নিজের একান্ত অস্তিত্ব এভাবেই।


সময়ের পাদদেশে পড়ে থাকবে অগণ্য প্রত্যাশা,
জন্ম - মৃত্যুর মাঝে নির্বাক অভিনয়ের অন্তরালে।


শূন্য স্তব্ধ নিঝুম রাতে জীবনের নিবিড় অনুভবে,
রিক্ত নদী বয়ে চলে একাকী এঁকে বেঁকে নিরুদ্দেশে,
উদ্যোমে মেতে মুখরিত উচ্ছ্বাসের উচ্ছল তরঙ্গে।


আমি বিমুগ্ধ নয়নে জীবনের প্রতিচ্ছবি এঁকে চলি,
অদৃশ্যের অবাক করা হাতছানির আভাসে,
নব প্রতিধ্বনিতে নতুন ভূবন গড়ার আল্পনায়।


এখন জীবনের সোনালী বিকেলের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে,
বেঁচে থাকার একমুঠো নিকুঞ্জ আশা বুকে নিয়ে,
আবারো শুনতে পাই সেই অবিরাম ছুটির ঘন্টা,
নিষ্পলক চোখে বাকরুদ্ধ নীরবতায় ভেসে।
_______________
১৯/১০/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®