সেই কবে থেকে হাঁটছি, হেঁটেই চলেছি,
মাঠ ঘাট প্রান্তর পেরিয়ে যুগ যুগ ধরে নির্দ্বিধায়,
চলে এসেছি দিগন্তের কাছাকাছি।


বিমর্ষ মুখের অন্তরালে কত নীল বেদনা,
দেখেছি কত জীবনের অসমাপ্ত গল্পের পরিণাম,
পেয়েছিলাম কত বন্ধু পথের সাথী,
কত স্বপ্ন চোখে বের হয়েছিল জীবনের পথে,
একে একে সবাই হারিয়েছে পথের বাঁকে বাঁকে।


ফেলে আসা অতীত থেকে ভবিষ্যতের পথে
আশঁসনের পরিবর্তে প্রাপ্তি শুধুই পথের ধুলো,
কদাচার বিষণ্ণ মনের ক্লান্তি,
অমানিশার ঘোর অন্ধকারে নিভানো প্রদীপ।


বর্তমানের আড়ালে অতীত এসে দাঁড়ায় সামনে,  
আগন্তুকের হাতছানিতে মরণের পাণ্ডুলিপি হাতে,  
আমি মুকুটহীন রাজার উপসংহারে,
কালের অংশুমালীকে অনন্ত বেদনার গল্প শোনাই।


বিবর্ণ প্রত্যাশা রিক্তের বেদনে করে আলিঙ্গন,
নির্দিষ্ট নিয়তি হেসে যায় নির্বাক উপহাসে,
নির্বেদের অবসাদ ভরে শূন্যতার ঘর,
জীবনের রক্তক্ষরণ আকাশের বুকে সাক্ষী রেখে।
_______________
২১/১০/১৬......এথেন্স,গ্রীস  
© Copyright সংরক্ষিত ®