বিষণ্ণ হলুদ হেমন্ত এঁকে দিয়ে গেলো শূন্যতা শাখায় শাখায়
বাজে আজ কান্নার করুণ সুর ঝরা পাতার বুকে
হলদে পাতা হয়েছে বিবর্ণ আগামী বসন্তের আশায়
শুকনো পাতার বক্ষস্থল ভেসে উঠে চৈতালি প্রবাহের কষ্ট।


কাননে হারিয়েছে ফুল তাদের রূপ রঙ সৌন্দর্য
প্রকৃতি কেড়ে নিয়েছে অলির গুনগুন মধুর ধ্বনি প্রসূনের বুকে
আগমনী শীতের দুর্ভেদ্য কষ্ট থেকে বাঁচবে বলে
বৃক্ষপত্রের আড়ালে বাবুই ব্যস্ত নীড় গড়ার স্বপ্ন নিয়ে।


শেষ পাতাটি ঝরে গেলো অবশেষে বিদায়ের হাতছানি দেখিয়ে
কোকিলের নির্বিকার আর্তনাদে উদাস কলির মন
নির্বাক পাখিরা খুঁজে তাদের নিরাপদ অভিমুখ আশ্রয়
বেদনা জাগায় বৃক্ষের শিরায় শিরায় বিষণ্ণ হেমন্ত।


মেঘমালা ভেসে ভেসে হারিয়েছে সুদূর নীলিমার অনন্ত গহীনে
ক্ষুধার্ত বিহঙ্গের চোখে নিরাশার ছাপ বিদ্যমান
প্রভাতের বাঁধন হারা প্রবাহ জানিয়ে যায় শৈত্যের বাণী
স্তব্ধ সৈকতে মিশে যায় ক্লান্তির আভায় রক্তিম সূর্যের ক্রন্দন।


ধূলোয় গড়ায় কৃষ্ণচূড়ার লাল ফুল বর্ণহীনতার অন্তরালে
চেয়ে চেয়ে দেখে চিলেকোঠায় বসে শুভ্র পায়রা
ঋতুবদলের বিমর্ষতা পূর্ণ সময় কি করে কাটে নীরবে
আগামী বসন্তের স্বপ্ন নিয়ে চোখে প্রত্যাশার প্রদীপ জ্বালিয়ে।
_______________
২৫/১০/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®