আজকাল আমি আমাকে নিয়ে অনেক ভাবি
অত্যন্ত ব্যস্ততার মাঝেও সময় বের করে
দর্পণে নিজের চেহারা দেখি নিজের হাসি দেখি।


কখনো নিজের সাথেই গল্প করি একাকী
আধো খোলা বাতায়নে দাঁড়িয়ে প্রভাতের সূর্য দেখি
পরবাসী ক্লান্তির বিষণ্ণতা যখন একে একে
আকৃষ্ট করে তোলে নির্বিকার হৃদয়
তখন হারাতে ইচ্ছে করে এই ঐশ্বর্যপূর্ণ
যান্ত্রিক পৃথিবী হতে দূর অজানার মোহনায়।


নিরুদ্দেশ হতে মন চায় এই মিথ্যে মায়ার শহর হতে
পালাতে ইচ্ছে করে আধুনিকতার স্পর্শের বাহিরে
অবেলার স্বজনহারা কোন বিকেল আবেশে
চোখের তারায় লুকানো বাস্তবতাগুলো যখন
উচ্ছ্বাসের ঢেউ তোলে নয়ন পাতে
উদধির হাতছানিতে ছুটে যাই সৈকতে
রক্তিম চোখে শত সহস্র দীর্ঘশ্বাসের উষ্ণতা নিয়ে।


জীবনের তপ্ত বেলাভূমিতে দাঁড়িয়ে
দু'ফোঁটা লবণাক্ত পানি মিশে যায় নিথুয়া পাথায়
অস্তগামী সূর্যের মৌনতা নিয়ে ফিরি জীবনের পথে
আবার সেই আমি সেই দর্পণ সেই চেহারা
সেই একাকীর গল্প সেই নিজেকে নিয়ে অনেক ভাবা।
______________
২৬/১০/১৬.....এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®