শয়নকক্ষের দেয়ালে সোনালী ফ্রেমে বাঁধা,
আমার স্পর্শের বাহিরে স্মৃতি মানবীর প্রতিচ্ছবি,
যাকে আমি কখনোই দেখিনি,
কল্পনায় এঁকে নিয়েছি মনের দর্পনের অন্তরালে,
কপালের টিপ্ গণ্ডদেশের এলোমেলো কেশ,
অধরোষ্ঠে মাখা মিষ্টি হাসির একরাশ মাধুরী,  
সব কিছু মিলিয়ে এক অপূর্ব রূপবতীর আবির্ভাব।


নির্জন রাতের অন্ধকার যখন নেমে আসে ধীরে ধীরে,
যখন আমায় গ্রাস করে একাকিত্বের ঘন আঁধার,
ঠিক তখনই আঁধারের বাঁধন ভেদে,  
আধো আলোয় উজ্জ্বল প্রেমের মশাল হাতে নিয়ে,
জাদুপূর্ণ নৃত্যেরে ঝংকার জাগায় সুপ্ত হৃদয় আঙিনায়।


চারিপাশে নেমে আসে মনোমুগ্ধকর মৌনতা,
থমকে যায় সময়ের কাঁটা নিমিষে,
কল্পনার প্রতিটি রূপ ছুঁয়ে যায় আমায় নিবিড় বাস্তবে,
তার হৃদয়ের স্পন্দন অনুভব করি আমার বুকে,
নিঃশ্বাসের উষ্ণতা ছড়িয়ে পড়ে শিরায় শিরায়
তখন মনে হয় এই আমি আর আমি নই
আমার ভিতরে অন্য কারো হৃৎপিণ্ডের স্পন্দন।


আমাকে জড়িয়ে রাখে অদেখা অঢেল মায়ার বাঁধনে
আমি নিমন্ত্রিত ব্যক্তির মতো চেয়ে থাকি নির্বাক
নির্বিকার বেঁচে থাকি মুকুরের আড়ালের হাসিতে
প্রতিচ্ছবির সোনালী ফ্রেমের অন্তরালে
জীবনের প্রতিটি মুহূর্ত চরিতার্থ বলে মনে হয়।
_______________
২৮/১০/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®