সমাজ ! তুমি কোন সমাজের কথা বলছো
আমাদের এই পুরুষ শাসিত সমাজের কথা বলছো
এমন সমাজ যার হৃদয়ের ভাঁজে মনুষ্যত্বহীনতা বিদ্যমান
যে সমাজের ঘৃণিত দংশনে আজ ক্ষত বিক্ষত মানবতা।


যে সমাজে ভালোবাসার প্রতিদান শুধুই মৃত্যু নির্ধারিত
প্রেমের হাতছানিতে কেবলই লাঞ্ছনাদায়ক অশ্রু
যেখানে মায়ের মমতা আজ লজ্জিত পদে পদে
বোনের শরীর ক্ষত বিক্ষত চাপাতির কোপে
যে সমাজের মনুষ্যত্ব আজ হয়েছে পথের পণ্য মাত্র।


"মায়ের জাতির অসম্মানে সম্মান পাবে কি ভবে
ওহে ! বিবেকহীন পুরুষ তোমরা মানুষ হবে কবে "


হ্যাঁ ! আমি আমাদের মনুষ্যত্বহীন সমাজের কথা বলছি
বিবর্তনের পথ ধরে পরিবর্তনের কথা বলছি
সেই সমাজের প্রতিটি হৃদয় নব রূপায়নের কথা বলছি।


ফিরে এসো প্রতিবাদী কণ্ঠে মনুষ্যত্বের মশাল জ্বালিয়ে
ফিরে এসো আবার মানুষ হয়ে পুরুষ হয়ে নয়
চেয়ে দেখো তোমার চারিপাশে মানুষের হাহাকার
অরূপ রূপের উদ্ভাসিত স্বর্গ কাননে নেমে এসেছে অবসাদ।


অবমূল্যায়নের শিকল ছিঁড়ে ফিরে এসো সত্যের পথে
মনুষ্যত্বের পথে ধর্মের পথে মায়ের জাতির সম্মানের পথে।  
_______________
২৯/১০/১৬.......এথেন্স,গ্রীস  
© Copyright সংরক্ষিত ®