অধীর অপেক্ষায় ছিলাম তুমি আসবে
কতো কথা অসংখ্য স্মৃতির পাতা উল্টানো
আমি অনেক স্বপ্ন ধার করেছিলাম
তোমার চোখের পাতা থেকে।


অঙ্গীকার ছিল অনেক কিছুই
সুখে দুঃখের অংশভাগে  
কতো অভিমান লুকিয়ে অনুরাগে
রোদন ভরা স্বরলিপি রেখেছি জমিয়ে
তোমায় গোপনে শোনাব বলে
ছেঁড়া সুতোর মতো বারবার জোড়া দিয়েছি
তবুও বিরহের রাত হতে দেইনি দীর্ঘ।


আমি আমার মন প্রাণ উজার করে
আঁকি অন্তরের অন্তরালে তোমার ছবি
আমার হাতে পেন্সিল সাথে হৃদয়ের সাদা পাতা
কিন্তু তুমি এলেনা এই তারা ভরা রাতে
জ্বলজ্বলে পূর্ণিমার আলোতে অপেক্ষিত নয়নে
আমি তাকিয়ে ছিলাম অনিদৃষ্ট দূরে  
পলকহীন দৃষ্টিতে নয়নের শেষ সীমান্তে।


মন আমায় অনেক প্রশ্ন করে বারবার
বুঝাই মনকে একটি কথা বারবার
কেন আসবে আমার অগোছালো জীবনে
চেয়ে দেখো ঝরা পাতা ঝরেছে তার বিরহে
স্মৃতিটুকু থাক না ঝরা পাতার গায়ে।
_______________
৩০/১০/১৬......এথেন্স.গ্রীস
© Copyright সংরক্ষিত ®