মধু চন্দ্র নিশিতে প্রেয়সীর হাতধরে পার হবো,
জীবনের স্বপ্ন রাজ্যের অকাঠোর পথ,
বর্ষাতি মেঘের মতোই হেঁয়ালী ছন্দ জাগিয়ে,
দিগন্তের নীলিমার অখিল পথে মনের উদ্বাহু বাড়িয়ে,
অক্ষিতারকায় ভর করে উড়বো নিখিল প্রান্তে
যেমন চাতক চন্দ্র পিয়াসী অধীর অক্ষুন্ন।


তটিনীর পাশ ধরে অগণিত নৃত্য ছন্দ দোলা দেয়,
হৃদয়ের গভীরে শুভ্র হাতছানির অন্তরালে,
ব্যস্ততার অগোছালো অভিমান সব ভুলিয়ে,
নিঝুম সন্ধ্যায় নিয়ে যাবো তোমায় মালতি দ্বারে,
পড়াবো একমুঠো জোনাকির চন্দ্রিমামালা,
যেমন স্বর্গদেবী নেমে আসে ধরণীতে।


তোমায় সাজাবো মনের নিপূন মাধুরী ঢেলে
খোজাপ্রহরী যেমন সাজায় তার প্রেমের উজ্জ্বল প্রাসাদ
আমি করবো তোমায় খোল লালচে বদলানো
এক অপরূপ রূপা ষোড়শী গিরিনন্দিনী
সন্ধ্যাতারার আকাশ জুড়ে আল্পনা সাজিয়ে
আমার সুবিন্যাস্ত স্বপ্ন পান্নার চেয়েও অনেক দামী।
_______________
৩১/১০/১৬......এথেন্স.গ্রীস
© Copyright সংরক্ষিত ®