আধ খোলা জানালা বেয়ে কিছু মিষ্টি রোদ
এসে পড়ছে আমার বিছানায়
সোনালী রোদের তপ্ততায় মুগ্ধ হয়ে দাঁড়ালাম
এসে খোলা দখিনা বারান্দায়
আকাশ অগোছালো ঠিক আমার জীবনের মতো
ছড়ানো ছিটানো অনেক কিছুই সেখানে।


বিকেলের সূর্যটা ঢলে পড়ছে দিগন্তের আড়ালে
রক্তিম আভা মাখা মেঘগুলো ভেসে আসে
আমার বারান্দার ছাদে চক্ষু রাঙিয়ে
মনে হয় পশ্চিম গগনে আগুন লেগেছে তাই
সোনালী ডানার চিল নিরুদ্দেশে হারায় একে একে।


মেঘ কোথাও কালো কোথাও সাদা
শুভ্র বিহঙ্গের মতো উড়ে বেড়ায় অথৈ নীলিমায়
আমার চারিপাশে থম থম ভাব
যেমন কষ্টরা হাতছানি দিয়ে ডাকছে আমায়।


পাশের বাড়ির ছাদের সন্ধ্যা মালতির সুবাস
সুরভিত করেছে চারিপাশের বাতাস
কোন ষোড়শীর আঁচল এখনো উড়ছে পাশের ছাদে
অজানা এক অধীর অপেক্ষায় নির্বাক দাঁড়িয়ে।


হয়তো কেউ আসবে প্রেমের সুবাস মাখা বার্তা নিয়ে
তাই অনন্তকাল অপেক্ষায় চেয়ে আছে এভাবেই
কেটে যায় রাত দিন ঘড়ির হৃদয়ের স্পন্দন শুনে
মিনিট হয়ে যায় ঘন্টা দিন ঢলে পরে মাসে
বছর আঁকে অজস্র যুগের ছবি সময়ের ক্যালেন্ডারে।
______________
০৩/১১/১৬......এথেন্স.গ্রীস
© Copyright সংরক্ষিত ®