শীতের আবেশ মাখা রাতের শেষ প্রহর
রাতের তপ্ততা শান্ত হয় কুয়াশার হাতছানিতে
অলস নিথর শরীরের ভাঁজে ভাঁজে কিছু কম্পন।


ঘুমের শীতার্থ প্রহরে হাতড়ে বেড়ায় নির্লজ্জ ভাবে
কারো নিঃশ্বাসের গভীর উষ্ণতা  
তখন অনেক ইচ্ছে করে কেউ থাকুক পাশে
তার সুরভিত গরম নিঃশ্বাসের উত্তপ্ততা
অনুভব হোক আমার বুকের প্রতিটি রোমকূপে।


দু'বাহুর বন্ধনে কেউ বেঁধে রাখুক আমায়
হৃদয়ের উষ্ণতায় প্রেমের অঢেল তৃপ্ত আলিঙ্গনে  
প্রভাতী স্নানের বিন্দু বিন্দু জলের ফোটা
মুগ্ধতা ছড়াক কফির পেয়ালার মিষ্টি হাসিতে।


বিদায় বেলায় মুগ্ধ কণ্ঠে আবেদন করুক
ব্যাকুলতা মাখা প্রেমের আহ্লাদী স্বরে
বকুল মালা নিয়ে আসবে আমি অপেক্ষায় রইলাম
পড়বো খোঁপায় তোমার একান্ত আদরে।
_______________
০৪/১১/১৬......এথেন্স.গ্রীস
© Copyright সংরক্ষিত ®