আজকাল আমার বিনিদ্র রাতের সাথে আমি
বেশ প্রাণ খুলে গল্প করি,
স্তব্ধ রাতের প্রেয়সী জোনাকির গল্প,
দীর্ঘনিঃশ্বাসের আড়ালে চোখের আঙিনায় ঝরে
পড়া অযুত নক্ষত্রের গল্প।


জ্যোৎস্না রাতে পিপাসিত নয়নে আশাহত
চকোরির অপেক্ষার গল্প,
সোনালী সৈকতে ভেঙে পড়া ব্যথিত তরঙ্গের গল্প,
মরুভূমির গহীনে হারিয়ে যাওয়া
নির্বাক ভ্রান্ত পথিকের গল্প।


এক সময় শেষ হয় ক্লান্ত রাতের গল্প বলা
তখন অজস্র প্রশ্ন নিয়ে চোখে
আমার পানে তাকিয়ে হাসে রাতের আঁধার।


আমার জীবনের গল্প হারায় মৌনতার ভিড়ে
কষ্টের জ্যোৎস্না মুখ লুকিয়ে বাঁচে
কুমারী অমাবশ্যার বুকে।


ললাট প্রভাতের হাতছানিতে আবার হারাই
জীবনের নিরেট বাস্তবতায়,
আমার গল্পেরা বিলীন হয় ছিন্ন পাতার
গহীন গহ্বরে এভাবেই।
_______________
০৬/১১/১৬......এথেন্স.গ্রীস
© Copyright সংরক্ষিত ®