তোমার মনের অপরিমেয় কষ্ট থেকে আমাকে কিছু দাও
আমায় করো ধন্য, আমি হতে চাই পরিপূর্ণ,
যদি ফোটাতে পারি একটু অনিন্দ্য হাসি,
তোমার মলিন ঠোঁটে তাই হবে অনন্য।

বেদনার নীল জ্যোৎস্না ভেজা তোমার নয়নের গভীরে
অবাক করা শূন্যতার মোহনায়
অশ্রু ভেজা পূর্ণিমা রাতের আকাশের নিস্তব্ধতার  
আমিও হতে চাই বিস্তর অংশীদার।


নীলাভ অর্ণবের উত্তাল তরঙ্গের শাশ্বত সজীবতা এনে
বিছিয়ে দেবো তোমার আঁচলের আঙিনায়
তারা ঝরা কাশবনের মৌনতায় হেসে
সঙ্গী হবো তোমার অপার নিঃসঙ্গতায়।  


মনের আকাশে মেঘের মিনারে যদি কখনো বিষন্নতা ভাসে
চাঁদহীন আকাশে যদি হারায় জোনাকির গুচ্ছ
আমার হৃদয়ের প্রদীপ জ্বেলে দেবো
তোমার মনের আঁধার দেয়ালের তাকে।


শরৎ প্রবাহে যদি জীবনের কৃষ্ণচূড়ার রঙ হয়ে যায় ফিকে  
যদি ঝরে যায় শেষ পাতাটি শাখা হতে নিরুপায়
লা‌লিত্য প্রভা‌তের স্নিগ্ধ প্রহরে জড়িয়ে তোমায়
ফোটাবো ফুল জীবন কাননে শূন্য প্রতিটি শাখায়।
_______________
০৮/১১/১৬......এথেন্স.গ্রীস
© Copyright সংরক্ষিত ®