কেটে গেলো জীবন থেকে আরো একটি সুন্দর দিন
অবসাদ মাখা সন্ধ্যার মৌনতার অন্তরালে
অদ্ভুত আঁধার আমন্ত্রণ করেছি আমি সর্বদা  
সুবিন্যাস্ত স্বপ্ন পূরণের দৃঢ় প্রত্যাশায়।


কার্তিকের ভেজা ক্লান্ত শহরে অনেক বার দেখেছি
অবাক নয়নে ভাঙা গড়ার নির্দয় খেলা
নিঝুম দুপুরে মুঠো মুঠো রোদ্দুর গায়ে মেখে
নির্দ্বিধায় চলেছি পথ অপরাহ্নের রথে।


এখন জীবন চায় তার সময়ের ন্যায্য হিসাব
বেহিসেবি পাতাগুলো উল্টে যায় শ্রাবণী হাওয়ায়
অদৃশ্যের সুতোর গ্রন্থিতে বেঁধে দিয়ে যায়
মৌরির গন্ধে মাখা সোনালী বিকেলের অলসতা।


জীবন ডায়েরির কিছু ছেঁড়া নিশ্চুপ পাতায়
অতীত মাঝ রাতে কখনো কেঁদে উঠে নিরালায়
যখন এলোমেলো করে দেয় দুঃস্বপ্ন কালো রাতে
নির্বোধ সময় নিভৃত দ্বারে উঁকি দেয় মুচকি হেসে।


প্রবাস প্রান্তরে কেটে যায় অমূল্য দিনগুলো এভাবেই
কালের প্রবাহ চুষে নেয় প্রদ্বিতীয় সম্পদ
স্বপ্নগুলো হারিয়েছে নীল দিগন্তের অসীম সীমানা
এভাবেই কেটে যায় জীবনের রঙচটা হালখাতা সময়
_______________
০৯/১১/১৬......এথেন্স.গ্রীস
© Copyright সংরক্ষিত ®