ভালোবাসার যবনিকা এখানেই টানলাম
প্রতীক্ষার প্রহরের শেষ মুহূর্তে
অমূল্য সময়টুকু কেটে গেলো স্বপ্নের মতো
কাজল ধোয়া নোনা জল অধরে এঁকে দিয়ে গেছে
অজস্র কাহনের আল্পনা।


চাঁদের গায়ে দৃশ্যমান কলংকের দাগ
সূর্যের ললাট কিরণ করে তুলেছে আরো সজীব
নিষ্পাপ প্রণয়ের সকল প্রতিজ্ঞা
হয়েছে বিলীন সাঁঝের আগমনী প্রহরে
কার্তিকের হরিৎ অর্ণবে ভেসে প্রেমের অহংকারে।


অধীর অভিমানে হৃদয়ে মৌনতা জমাট বাঁধে
জোনাকির অনাবিল নৃত্যের অন্ধকারে
শুনি নিঃস্তব্ধতার ভয়ানক নিষ্ঠুর অট্টহাসি
কানে কানে বলে যায় চোখ রাঙিয়ে
আবেগহীন মানুষের অপেক্ষায় বিষণ্ণ কেন।


পদে পদে ছড়ানো স্বপ্নগুলো কুড়িয়ে
ফিরে যাও তুমি জীবনের বাস্তবতার নীড়ে
তৃপ্তির ছোঁয়ায় ভরা পাঁচমিশালি দ্বারে
আবার হবে দেখা নতুন কোন স্বপনে বিভোর
সপ্তরঙে রাঙানো জীবনে।  
_______________
১২/১১/১৬.......এথেন্স.গ্রীস
© Copyright সংরক্ষিত ®