সৃষ্টির ছয় গিঁঠে বেঁধে দিয়ে ধরণীর সর্ব নিয়ম শৃঙ্খল
দিলেন ঘোষণা হবে আবির্ভাব নব প্রতিনিধির দল
লৌহ কলমে সৃষ্টি হলো কোটি কোটি নক্ষত্র রাশি
চন্দ্র সূর্য গ্রহ তারা তার নির্দেশের অন্তরালে ভাসি
অনেক আলামীন বন্টনে মালায়কার নির্ধারিত নীতি
তাদের হাতেই সঁপে দিলেন ভূবনের চাবি কাঠি।  


আঠারো হাজার মাখলুকাতের শিরোমনির সম্মান
সৃষ্টির রহস্যের জ্ঞান শিখিয়ে দিলেন অনুস্রষ্টার মান
অহংকারের শ্রেষ্ঠ দ্বারে এসে ভুলে গেছো সব নিমেষে    
আলমে আরওযা থেকে আবির্ভাব আলমে নাসুতে
আলমে বারজাখ থেকে রওয়ানা আলমে তামসিল
প্রত্যাবর্তনের কলম লিখে হিসাব খতিয়ানের মিল।


যুগে যুগে এসেছে কতো গ্রন্থ কতো ওহী কতো পয়গাম
পুরাণ,তাওরাত, জাবুর, ইঞ্জিল, কোরআন তার নাম  
নবী রাসুল ফেরেস্তা অবতার নিয়ে হেদায়াতের বাণী
মসজিদ দেবালয় গির্জা প্যাগোডায় আহ্বানের ধ্বনি  
বেহেস্ত দোজখ স্বর্গ নরক নিজস্ব আমলের প্রতিদান
সৃষ্টিকর্তার বন্ধন ছিঁড়ে কখনোই পাবেনা পরিত্রাণ।


শোনো, হে মানব তোমার তরে আকাশ পাতাল ভেদে
অসীম মমতায় করুণাময় যখন সৃষ্টি দিলেন ফেঁদে
বাতাসে সাগরে মরুভূমির বুকে পাহাড় হলো উচ্চ
লক্ষ যুগের পরিবর্তনে আজো মানব কেন পথ ভ্ৰষ্ট
ফিরে এসো তোমরা স্রষ্টার পথে করে তাকে সম্মান
তবেই হবে সব জাহানেই উঁচুশির পাবে উচ্চ মান।
_______________
১৫/১১/১৬......এথেন্স.গ্রীস  
© Copyright সংরক্ষিত ®