আমার জীবনের সুখময় প্রহরগুলো বন্দি
একাকিত্বের কিছু শব্দের বিলাসে
নিবিড় কল্পনার ভাঁজে ভাঁজে গুঁজে রেখেছি
কতো অব্যক্ত কথার আল্পনা
অগণিত রাত কেটে যায় প্রেমের সিক্ত আঁধারে
আমার আনন্দের ক্ষণগুলো নির্বাক ঘুমায়
চোখের পাতায় জেগে থাকে অতীতের
কিছু দীর্ঘশ্বাসের আলিঙ্গন।


শতাব্দীর আশাহত প্রান্তরে হাতছানি দিয়ে ডাকে
আমার নিঃসঙ্গ হৃদয়ের হাহাকার
সব দ্বিধা ভুলে বেঁচে থাকি স্বার্থের এই জগতে
সময়ের ক্লান্তি ভুলে লিখে চলি অবিরাম
পাতায় পাতায় জীবনের শিরোনামহীন কথাকাব্য
বিধ্বস্ত নীলিমার নীলে হৃদয়ে নৈবেদ্য সাজিয়ে
আদিগন্ত নগ্ন পদধ্বনিতে দেখি দীপ্তিময় সূর্যের হাসি
অজস্র দীর্ঘনিঃশ্বাসের বাঁধি সাতকাহন।


নিরুদ্দেশ হই একাকী মিথ্যে প্রত্যাশার শহরে
কতো নির্মম ক্লেদ মাথা হাসি ঠোঁটের ডগায় ভাসে
ভাষাহীন নির্বাক চোখে আর কতোদিন
হয়তো সীমাহীন নীরব যন্ত্রণা বুকে নিয়ে এভাবেই
নিভে যাবে জীবনের শান্ত প্রদীপ একদিন
বিদীর্ণ পথের বাঁকে কোন নৈশব্দের চোরাবালিতে।
_______________
১৭/১১/১৬......এথেন্স,গ্রীস  
© Copyright সংরক্ষিত ®