নির্ঘুম রাতে এক চিলতে ঘুমের আশায় এপাশ ওপাশ
বার বার মনে ভাসে সুন্দর দু'নয়নে তারা যুগল
অধরে উষ্ণতা জাগানো অাদুরে অভিমান
চোখের কাজল কালির স্পর্শে দেখেছিলাম কত
সুন্দর মাধুবী স্বপ্ন রক্তিম শান্ত উষসী দ্বারে দাঁড়িয়ে।


তোমার হাসির পরশে কত ফুল ফুটেছে মরুভূমির বুকে
আঁচলের বাতাসে মুখরিত হয়েছে হৃদয় কানন
ছান্দসিক ফাল্গুনী  হাওয়ার উন্মাতালের আবেশে  
কাকনের স্পন্দনে ব্যাকুল ভৃঙ্গের গুঞ্জন
নুপুরের ছন্দের তালে নাচে ময়ুরী বিমোহিত নিরন্তর।


আহ্লাদী কথা যেমন শীতের রাতে তপ্ত মায়াবী নিঃশ্বাস  
নীরবতার আবরণ ছিন্ন করা নির্বাক হাসিতে
অবলীলায় নির্জন প্রহরের উল্লাস ভরে চোখের পাতায়  
পেয়েছিলাম ভবিষ্যতের মায়াভরা ভূবন
ওষ্ঠাকার অঙ্গে কাঁপা বাক্যের অঙ্গীকারের সমীরণ।


কত শব্দের নীহারিকা ঝরে পড়েছে নিবিড় হৃদয় বনে
জ্যোৎস্না নেমেছে নীলাম্বরী শাড়ির আঁচল ভরে
সাঁঝের আকাশের সন্ধ্যাতারাটি আমায় বলেছিল হেসে
প্রথম জীবনের প্রথম প্রেম মনের অলিন্দে ভরে নাও
জীবনের আনন্দ উর্বশীর নীলাভ স্নিগ্ধতায় ভালোবেসে।
_______________
১৯/১১/১৬.......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®