মৌন সুরের ধ্বনিতে নির্বাক পিছনে ফিরে তাকাই
শুধুই শূন্য,সব শূন্য, কেমন এক শূন্যতায় পরিপূর্ণ
স্বপ্ন নয় শুধুই অবাক বাস্তবতার করাঘাতে
আমায় করেছে নির্বোধ নির্দয় পাথর পুরুষে পরিণত।


কারো চোখের কাজল ঠোঁটের হাসি আমায় টানে না
করেনা আকর্ষিত কারো শরীরের সুগন্ধ আমায়
মিথ্যে অভিনয়ের মুখোশের অন্তরালে হেসে চুপচাপ
জ্বলন্ত মোমের মতোই পুড়ে গেছি সর্বদা।


অর্জন করেছি কত অপবাদের পরিচয় চিহ্ন
হৃদয়হীন অনুভূতিহীন স্বার্থপর আরো কত তকমা
বিবেকের নির্মম দংশনে জ্বলি আজ বিষে
আঘাতের পর আঘাত পেয়ে হয়েছি নিকষ বিবর্ণ।


হৃদয়ের আনাচে কানাচে প্রখর দহনে দগ্ধ আমি
রুপালি জ্যোৎস্নায় মন হাসে না আগের মতো করে
ফুলের মাধুরী সুরভিত করে না হৃদয়ের বাতাস
তটিনীর কুল কুল ধ্বনিতে প্রফুল্ল হয় না মন।


আজ জীবনের মুখরিত শ্রাবণ সন্ধ্যা তোমায় দিয়ে
চিরতরে নিলাম বিদায় তোমার ভূবন হতে হেসে
ভালো থেকো তুমি সুখে থেকো তুমি তোমার একান্ত
আপন নীড়ে জীবনের কষ্ট ভুলে স্বর্গসুখের মূর্ছনায়।  
_______________
২১/১১/১৬.......এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®