মেয়েটির নাম প্রিয়ন্তী
যার চোখের পাতায় অনাবিল প্রজাপতি স্বপ্ন
কৃষ্ণচূড়ার বাহারি সৌরভ মাখা হাসি
কোথাও ক্লেশের চিহ্ন মাত্র নেই
শরতের ঐ দূর নিষ্পাপ কাশফুল যেন
অতীতের রাঙানো স্বপ্ন অনিন্দ্য অধরের
ভাঁজে উঁকি দেয় নির্বাক জ্যোৎস্না
কাঁচ ঢেউ হাসিতে থেমে যায় বাকরুদ্ধ হৃদয়ের স্পন্দন
মনোমুগ্ধকর গোলাপি সুগন্ধে মাতাল করা উষ্ণ নিঃশ্বাস
কুমারী পূর্ণিমার মতোই উজ্জ্বল মৃগ চঞ্চল নয়ন যুগল।


আমি দেখেছি তাকে, নাম তার প্রিয়ন্তী
সুবিশাল নীল আকাশ ছোঁয়া পাহাড়ি মেঘের দিগন্তি
তার কালো কেশের আঁধারে হারায়
আমার অগণিত জোনাক জ্বলা শব্দমালা
মায়াবী আঁচলে বাঁধা অযুত নক্ষত্রের আল্পনায়
নুপুরের ছন্দে মুখরিত কানন মধুমক্ষিকার মাধুরী গুঞ্জন
স্নিগ্ধ ঠোঁটের কম্পনে লেখা কল্প রাতের অজস্র রূপকথা
সবুজ পাহাড়ি ঝর্ণার চঞ্চলতায় এ হৃদয় অপলক তন্ময়।
ঝাড়বাতি রিনিঝিনি শব্দে সজ্জিত মণিহার চাহনি
বিধাতার একান্ত অনিন্দনীয় সৃষ্টি মায়াময় দৃষ্টির এই ধরণী।


আমি দেখেছি তারে, নাম তার প্রিয়ন্তী...
রংধনু বর্নীল চোখে ময়ূর নৃত্যের চির বাসন্তী।


তাকে দেখিছি নিবিড় মনের অন্তরালে সৃষ্টির অলিন্দে
দিশারী স্বপ্নের বিভোরে প্রভাতের সুরেলা গানের ছন্দে
নীড়ে ফেরা পাখিদের মনোমুগ্ধকর কলতানে উল্লাসী
রক্তিম সন্ধ্যার আকাশে উড়ে আসা বলাকার শুভ্র ডানায়  
সীমাহীন অলীক কামনা জাগানো বিনিদ্র রাত কাটা প্রভাতে  
উর্বশীর ঠোঁটে ঝিনুক ফোটা সাগর বেলার পূর্ণ বিভাসীনি
তৃষ্ণা জাগানো উতলা এ হৃদয় অশান্ত, কেবলই হাতছানি...
_______________
২২/১১/১৬.......এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®