জীবহত্যা মহাপাপ, আজ কোথায় তাদের ধর্মের অনুরাগ
মনুষ্যত্বহীন মানুষ,ধর্মের নামে করছে শুধুই পৃথিবী বরবাদ।


মরছে মানুষ,পুড়ছে ঘরবাড়ি কেউ নেই আজ তাদের পাশে
মেরুদন্ডহীন মানবতার প্রতীক চেয়ে চেয়ে শুধু নির্বাক হাসে।


টুকরো টুকরো করতে দেহ কাঁপছে না ওদের নর-পিশাচ প্রাণ
ধর্মগুণে গুণীগণ নিজ ধর্ম বাঁচাতে খেলছে রক্তের লেলিহান।


হিংসার বিষবাষ্পে ভরে গেছে পৃথিবীর সমস্ত অলিগলি
নির্দ্ধিধায় মানুষ হত্যার উৎসবে মেতেছে ওরা করছে বলি।
  
পৃথিবীর আকাশে বাতাসে শুধুই আর্তনাদ আত্মচিৎকার
বিশ্ববিবেক চোখ এড়িয়ে যায় করছে না কোনো প্রতিকার।


কত মায়ের বুক শূন্য হচ্ছে তবুও হচ্ছে না তাদের লাজ
আজ ধর্ষিত মানবতা নিষ্ঠুর মানুষ মনুষ্যত্বহীন সমাজ।


লাশের খেলা খেলছো যারা শুনে রাখো বলে দেই তোমায়
তোমরাও হবে একদিন লাশ অন্ধ কূপেতে দিশাহীন নিরুপায়।
_______________
২৩/১১/১৬......এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®