ঋতুর পরিবর্তনে বদলে গেছে জীবনের দৈনন্দিন
বাইরে ঠান্ডা বাতাস ভিতরে উষ্ণ নিঃশ্বাস
এখন রাতে ঘুম আসে না ভোরে ঘুম ভাঙে না
যেমন এক অনির্ধারিত অনিয়মে বেঁধেছি জীবন গতি
নিজেকে লুকিয়ে রাখি অবিচ্ছেদ্য স্বপ্নের ভাঁজে।


কি সব অদ্ভুত চিন্তায় নিজেকে বিভোর রাখি সর্বদা
নিজেকে নিয়ে নিজের সাথেই বিবাদ প্রতিনিয়ত
কেটে যায় বিস্ময়ে অগণিত প্রহর এভাবেই
ধীরে ধীরে রাত হয় গভীর থেকে গভীর তর
ঔদাসীন্যতা ভেঙে পরে দিশারীর মতো।


মাঝে মাঝে জ্যোৎস্নার আলোয় কষ্ট দিয়ে বিসর্জন
মনের আনন্দ খুঁজি এপাশে ওপাশে স্তব্ধ নয়নে
সোনালী অতীতকে খুঁজতে ইচ্ছে করে আনীলের ভাঁজে
আঁধার সন্ধ্যায় জীবনের ব্যস্ততায় নির্বাক
আমার সব অনুভূতি ছুঁয়ে যায় আঁধার আবেশে।


জীবনের প্রবল তাপে পুড়ে যায় স্বপ্নের অজস্র ক্ষণ
স্বাধীন ইচ্ছেগুলো বেঁধে পরাধীনতার শিকলে
শূন্য নীরব সময়গুলো আনন্দের সীমানা পেরিয়ে
উর্বশীর যৌবনের ঢেউ হয়ে নয়নের সৈকতে
শব্দরা বেরিয়ে আসে জল ঠোঁটের ব্যথার স্পন্দনে।  
_______________
২৫/১১/১৬.......এথেন্স.গ্রীস  
© Copyright সংরক্ষিত ®