স্মৃতি তোমায় বলছি, শোনো কেন তুমি এমন করে
দু'মুঠো হাসির অন্তরালে নিমিষেই
হৃদয় ভূমি জুড়ে করো বিষাদের হালচাষ।
মিথ্যে প্রত্যাশার আড়ালে শুধুই হতাশার কলতানে ভেসে
অতিথি পাখির মতো বিনিদ্র রাতের ভাঁজে ভাঁজে
এঁকে দিয়ে যাও অশ্রুর নিখুঁত আল্পনা।


বিষ কাঁটালীর মালা গলে পরিয়ে কষ্টস্মৃতির নির্মম কাঁটা
মুহূর্তে রক্তাক্ত করে দেয় হৃদয়ের ভদ্রাসন ভূমি
কত যুগ কেটে যায় এভাবেই অতিক্রান্ত,  
জীবন উপন্যাসের প্রতিটি চরিত্র তুলে এনে চোখের পাতায়
কেন এভাবে অমানিশা প্রহরে দ্বার প্রান্তে দাঁড়িয়ে হেসে
জাগাও উষ্ণ বুকের সৈকতে ব্যথার জলোচ্ছ্বাস।


নিষ্কলঙ্ক সৌম্য জীবনের দীর্ঘ অপেক্ষায়
রৌদ্রোজ্জ্বল সকালের হাতছানি হারায় নির্বাক মৌনতায়
ফাগুন দিনের প্রত্যাশিত সুখের পথ ভুলে
অবাক নয়নে হারায় স্বপ্ন জলরঙের আবাদহীন মৃত্তিকায়
স্মৃতি তুমি সত্যি নিষ্ঠুর নির্দয়,জীবনের উল্লাসী মুহূর্তে
তুমি এসে দাঁড়াও খুশির যবনিকা হয়ে নির্দ্বিধায়।
________________
২৬ নভেম্বর ২০১৬ এথেন্স.গ্রীস
© Copyright সংরক্ষিত ®