জ্যামিতির দূরত্বে আজ অনেক দূর তুমি আর আমি
মাঝে বহমান সপ্ত অর্ণবের গভীরতা
মনের নৈকট্য যদিও বেড়ে গেছে অজস্র গুণ
ইচ্ছে জাগে প্রতিটি মন খারাপের অবেলায় কি করে
আটপৌরে বিকেলের উর্বশী স্বরলিপি এঁকে যায়
এলোমেলো বাতাসের সুরেলা বুকে।


সময়ের হাত ধরে জীবনের আশাবাদী জ্যোৎস্নায়
যোজন যোজন দূরে থেকেও উল্লাসী স্বপ্নের
অবগাহনের অনুভূতিগুলো হারায় দু’জনার হৃদয়ে
শব্দের পরমাণু দিয়ে গড়ি কথার অলংকার।


মাঝে মাঝে অনেক ইচ্ছে হয় অসাধ্য দূরত্বের
মৌনতা ভেঙে নিজেকে করি অর্পণ
স্বপ্নের ছায়ানটের অগম্য উদ্বাস্তু পথিক হয়ে।


ছকাবন্ধ জীবনের আষাঢ় শ্রাবণে ভেসে যায় এভাবেই
খুশির প্রহরগুলো নির্বাক একাকী
তোমাকে স্পর্শ করবো বলে সাজিয়ে রাখি মনের গভীরে
নির্জনতার মধুমাখা রূপালী প্রহর।


সোনালী সূর্য হাতে নিয়ে দাঁড়াবো তোমার হৃদয় দ্বারে
সন্ধ্যার আবীর মাখা প্রণয়গুলো পূর্ণতা পাবে
মধু গুঞ্জনের কাজল মুগ্ধ নয়নের হাসির অন্তরালে।
________________
২৭ নভেম্বর ২০১৬ এথেন্স.গ্রীস  
© Copyright সংরক্ষিত ®