মরণ পিপাসায় ছিলাম কাতর পানি ও ছিল পাশে
মিশানো ছিল বিষ তবুও হাতে নিলাম অনায়াসে
পান করলে মরবো,না করলেও মরবো সব জেনে
এই দু'টো সমস্যার কোন সমাধান হয়নি জীবনে।


পুরো হলো না কভু শান্তির ঘুম, না স্বপ্ন হলো পূরণ
হারিয়েছি অনেক কিছু এখন শুধুই মিথ্যে আরোহণ
সময় বলে কেঁদে যদি আরো একটু ধৈর্য ধার পেতাম
ধৈর্য বলে নির্বাক হয়ে যদি আরো কিছু সময় নিতাম।


প্রভাতের বের হয়ে পড়ি পথে পথে উপার্জনের আশে
অজস্র প্রত্যাশায় ভাসি, শুধুই নিরাশাই কাছে আসে  
উপার্জন করি কতো বে-আরাম প্রভাতের আরাম ফেলে
যোগ্যতা হাসে পথের ধারে কতো মিথ্যে হাসির ছলে।


অভিযোগ তো অনেক আছে এই জীবনের প্রতি
কিছুই অভিযোগ করবো না এটাই আমার নীতি
যা যা তুমি দিয়েছো আমায় এই যাপিত জীবনে
এর ঋণ শোধ হবে না কখনোই জীবন ও মরণে।


ঐশ্বর্যের ক্ষুধা এমন প্রখর হলো যে বের হলাম পথে
কাঁচন পেলাম ভুরি ভুরি কিন্তু এখন সময় নেই হাতে
বিত্তের আড়ালে হারালাম কতোই একান্ত আপন জন
এখন বিত্ত আছে অঢেল কিন্তু নাই কোন প্রিয় জন।


সন্তানদের সাথে হেসে খেলে হলো না জীবন পার
যখন সময় পেলাম সন্তানরাও কাছে নাই যে আর
বেরিয়েছে সবাই একে একে জীবনের আনন্দ উল্লাসে
একা শূন্য ঘরে প্রাচুর্য্য আমায় দেখে তিরস্কারে হাসে।  
________________
২৮ নভেম্বর ২০১৬ এথেন্স.গ্রীস
  © Copyright সংরক্ষিত ®