( ষটপদী )


এসে আমায় শুধায় বলতো এই আজীমি আবার কে,
কেউ আমায় বলে দাও আমি কি বলবো তাকে।
এমন কি কেউ আছে এখানে যে আজীমি কে না চিনে,
ভ্রান্ত কবি পথভ্রষ্ট মানব বলে অনেকেই জানে।
আজীমি দুঃখ করো না তোমায় যদি কেউ মন্দ বলে,
এমন কেউ আছে কি যাকে সবাই ভালো বলে।
________________
৩০ নভেম্বর ২০১৬ এথেন্স.গ্রীস  
© Copyright সংরক্ষিত ®