আজ অনেক ঘন মেঘ জমানো মনের আকাশ কোণে
সাত অর্ণবের কান্না ভেজা আমার সকাল দুপুর সন্ধ্যা  
জীবন খাতার প্রতিটি ভাঁজে নিঃসঙ্গ লাইনের মাঝে
সময়ের অতলে হারায় ভালবাসা অস্থিত্বহীনতায়।


নির্বাক স্বপ্নগুলোকে বাদামের শূন্য খোসায় বন্দী করে
অনায়াসে ছুঁড়ে দিয়েছি জীবনের আঁধার পথের বাঁকে
জীবনের ব্যথার তালিকাটাও অনেক দীর্ঘ হয়েছে বটে
তবুও অশান্ত মনের তপ্ত গগনে এঁকেছি প্রাপ্তির আল্পনা।


আমার স্বপ্নগুলো ঘুমায় নিশ্চুপ বেলার একাকীত্ব নিয়ে
অনুরাগের আস্তরণে অনুপম দ্বিপ্রহরের ছায়াহীনতায়
জীবনের বয়স বেড়েই চলে সূর্যের আলোর গতিতে
দারুণ অবহেলার আস্তাকুঁড়ে অস্তিত্বহীন বাস্তবতায়।


নিকষ আঁধারের বুকে বিলীন হয়েছে প্রত্যাশার শিখা
নিরেট অক্ষরের প্রদীপ জ্বালাতে জ্বালাতে ক্লান্ত হৃদয়
এখন শুধুই সময়ের বৈরী বাতাসে প্রবল অস্থিরতায়
উদাস বৈরাগ্যে নিমগ্ন হয়ে রয়েছি মুক্তির প্রতীক্ষায়।
________________
০১ ডিসেম্বর ২০১৬ এথেন্স.গ্রীস
  © Copyright সংরক্ষিত ®