বাবুই পাখির বাসা বাঁধার কারুকাজ দেখে
ইচ্ছে হলো বাসা বাঁধার,  
জীবনের শুকিয়ে যাওয়া খড়কুটো দিয়ে
মৌসুমের হাওয়ায় উড়ে আসা কিছু স্বপ্ন গুছিয়ে
হৃদয় অলিন্দে বসন্ত কোকিলের মধু কণ্ঠের আবির্ভাবে।


মন ফড়িং -এর বর্ণিল ডানায় ক্লান্তির রেশ নেই
কোথাও একেবারেই,
হৃদয়ের রঙিন সুতো দিয়ে স্বপ্নের জাল বুনে যায়
একটি সুখের সূক্ষ্ম সূত্র একটি দূঃখের সমান ভাগাভাগি
এই ভেবে একদিন এভাবেই উড়বে সুখের উল্লাসে।


অপ্রশম্য কষ্টগুলো হারিয়ে যাক অনলীয় পৃথিবীতে
জোনাকির শব্দহীন ডানার রূপালী সুখগুলো
মিলনের অনিন্দ্য আকুলতা নিয়ে ছুটে আসুক শান্ত নীড়ে
প্রতিটি দীর্ঘশ্বাস আনন্দে
মুখরিত হোক অনুরাগের শব্দ মালায়।


সন্ধ্যার গুচ্ছ গুচ্ছ অন্ধকারের প্রাচীর ভেঙে
সুবাসে ভরে যাক হৃদয়ের বাতায়ন অক্ষয় প্রেমের মাধুরী
জীবনের মায়ারূপ ভুলিয়ে দেবে মনের সব
সংকীর্ণতা উড়ে যাক শুভ্র কাননে ঝিলমিল আলোয়
রংধনু নেমে আসুক খুশির বন্যা হয়ে মধু শব্দের অনুরণন।
________________
০২ ডিসেম্বর ২০১৬ এথেন্স.গ্রীস
  © Copyright সংরক্ষিত ®