ঘুমিয়ে পরা একটি শহরের বুকে শুধুই একা
আমি জেগে থাকি নির্ঘুম রাত
অরণ্যের রোদনে ধুঁকে ধুঁকে কাঁদে নিষ্ফল ব্যয়িত নিদ্রা  
দৃষ্টির তীক্ষ্ণতায় একমুঠো আহত আশার নির্বাক শব্দরা
স্তব্ধ রাতের নীরবতা ভেঙে বেরিয়ে আসে  
আলো আঁধারির ধূসর ফ্রেমে।


কংক্রিটের দেয়ালে এঁকে দিয়ে যায় বিবর্ণ
সময়ের শব্দ রাশি  
ধূসর ক্লান্ত ভাঁজপড়া বিছানার ঢেউয়ে ভেসে উঠে
কলংকিত চাঁদের নির্মম হাসি।


অসীম প্রত্যাশার মাঝে শুধুই শুনি করুণ
বিফলতার স্বরধ্বনি
একাকীত্ব আশ্রয় নিয়েছে নয়নের কোণে
চোখের আঙিনায় ঝরে পড়ে বিষণ্ণ হলুদ পাতা
অবিন্যস্ত ফুলের গন্ধ ভরা অভ্যাসে
জানিয়ে যায় মৃত্যুর পাঠানো একটি বার্তা।


প্রভাত শুরু হয় একটি রাতের মৃত্যু নিয়ে এভাবেই
প্রতিটি দিন ঢলে পরে অবাক সন্ধ্যায়
অনায়াসে মৃত্যুর কোলে
আমি জেগে থাকি নির্দ্বিধায় একটি ঊর্ধ্বোত্থিত বাসনায়।    
________________
০৪ ডিসেম্বর ২০১৬ এথেন্স.গ্রীস  
  © Copyright সংরক্ষিত ®