প্রতিটি প্রভাত জেগে উঠে দিনের ক্লান্তির আভাস নিয়ে
তখন শুরু হয় দীর্ঘ থেকে আরো দীর্ঘতর
নির্মম প্রত্যাশার নির্বাক উপহাস
আবেগী স্বপ্নের ইচ্ছে নদীতে সাঁতার কাটতে কাটতে
ভাবনার ঘোর অমানিশা প্রতি মুহূর্তে
ঠকায় আমায় পদে পদে।


মনখারাপের এক অবিরাম স্বরলিপি রচনা হয়
বিষণ্ণ বিকেলের হলুদ ছেঁড়া ডায়েরির নিশ্চুপ পাতার  
নৈশব্দের নীল অস্তিত্বে অদ্ভুত এক চেতনায়
ফেলে আসা পদচিহ্নের কাছে ফিরে যেতে চায় মন।


অন্তহীন এক পদযাত্রা শুরু হয় রাতের আঁধার অলিন্দে
তখন জীবনের আলোড়নে হেসে হেসে দাঁড়াই
কষ্টের শেষ সীমান্তে শুভঙ্কর জীবনের প্রয়োজনে
পৃথিবীর অবলীলায় ইচ্ছের নির্বাসনে।


অনাবাদি স্বপ্নের অবগাহনে আধমরা সময়ের বুকে
দমকা বাতাসের ভয়ংকর ঝাঁপটায়
নিরুদ্দেশ হয় জীবনের অপেক্ষিত স্বপ্নের মেঘমালা
দিনের সোনালী সূর্য রাতের রূপালী চাঁদ
কখনোই উদয় হয় না নিজ প্রহরে
আকাশে নির্দ্বিধায় হাতছানি দেয় আরেক কষ্ট প্রভাতের।
________________
০৭ ডিসেম্বর ২০১৬ এথেন্স.গ্রীস
  © Copyright সংরক্ষিত ®