আমার তপ্ত রাতের বিছানায় পরিণয়ের অপেক্ষায়
চোখজোড়া যেন এখন পাথর প্রায়,
হৃৎপিণ্ড প্রেমের অশান্ত স্রোতের দাপটে
বার বার পিপাসিত নয়ন গুনে প্রতীক্ষার প্রহর।


তুমি বলেছিলে আসবে প্রদীপ নেভা অমানিশা রাতে
অন্ধকারের প্রাচীর ভেদে প্রেমের মশাল হাতে
সুরের মূর্ছনা জাগিয়ে ভরা জ্যোৎস্নার প্লাবনে ভেসে
আমার মনের স্বপ্নপুরীর নীলাভ বৃত্তে।


হৃদয়ের স্পন্দনে বেজে উঠে একাকী রাতের বীণা
শব্দমালা জমা হয় কম্পিত ঠোঁটের কোণে
আমি শান্ত চোখে মনকে বুঝাই, কেন এতো ব্যাকুলতা
সেতো নয় এমন প্রতিজ্ঞা ভঙ্গকারী প্রেয়সী।


মনের আঙিনায় উল্লাসী নূপুরের মধু গুঞ্জনের ঝলক
আগমনের নিস্বনে মুখরিত প্রেমের বাসর
মধু অভিসারের রাত প্রায় শেষের প্রহর পেরিয়ে এলো
অনেক কিছুই রয়ে গেলো বাকি বিদায় প্রভাতে।  
________________
০৮ ডিসেম্বর ২০১৬ এথেন্স.গ্রীস
  © Copyright সংরক্ষিত ®