একটি মুগ্ধকর বর্ণিল আলোর রেখা নেমে আসে স্বর্গ হতে
যখন ভাসে তোমার হাসি মুখ নয়নের অলিন্দে
নিঃশ্বাসে মিশে যায় তোমার সুরভিত কণ্ঠের মাধুরী
উল্লসিত মেঘমালা প্রেম জাগায় চোখের কোণে
বৃক্ষের পাতা নাচিয়ে নামে অঝোর বৃষ্টি মনের আঙিনায়
তখন ইচ্ছে করে তোমার হাত দু'টো ধরে বলি
"চলো বৃষ্টিতে ভিজি"
বর্ষার স্নিগ্ধতায় ভিজে দু'টি মন হোক একাকার।


যোজন যোজন দূরে থেকেও দেখতে পাই স্পষ্ট
তোমার শরীরের ভাঁজে ভাঁজে বৃষ্টির ফোঁটার কারুকাজ
নিমিষেই উতলা করে তোমার হাসি আর বৃষ্টির ফোঁটা মিলে
শাড়ির আঁচলে ঢাকা প্রেম সন্ধিক্ষণ হয়ে ঝরে পড়ে
বিন্দু বিসর্গের নীড়ে জ্যোৎস্নার অভিসারে
অন্তহীন প্রেমের স্পর্শে হৃদয়ের স্পন্দনে জাগায় উষ্ণতা
উচ্ছ্বাসিত অর্ণবের তীর ভাঙা তরঙ্গে জাদু জাগিয়ে।


তখন ইচ্ছে করে তোমার একচিলতে হাসির মূল্য দিতে
ভৌগোলিক দূরত্ব ভেদে আত্ত্বস্ত তৃপ্ত বাসনায়
জগতের লাভ ক্ষতির প্রত্যাশার দ্বার ভেঙে তোমাতেই হারাই  
স্বপ্নের ইচ্ছে নদীতে সাঁতার কেটে ফিরে যাই
তোমার প্রেম মাখা মনোমুগ্ধকর হাসির মোহনায়
অথৈ মুগ্ধতা নিয়ে পরিতৃপ্তির সোনালী স্বর্গ সৈকতে।
________________
০৯ ডিসেম্বর ২০১৬ এথেন্স.গ্রীস
  © Copyright সংরক্ষিত ®