ভালো থাকার অভিনয় করছি অনেক
এবার না হয় ফিরে যাই ধুলো জমা পথের বাঁকে
বিনিময়ে রংধনুর সাত রঙে ছুঁয়ে যাবে
অনন্ত কালের আস্তরণে বিধ্বস্ত খাঁজকাটা বিষাদের চিহ্ন।


কুয়াশা ভেজা সুপ্ত প্রভাতে শিশিরের ঘুম ভাঙিয়ে
মালতির সুবাসে মন রাঙাবো সোনালী বিকেলে
কল্পকথার গল্পে মজে রবে উদ্বাস্তু প্রহরের অনিন্দ্য হাসির রেশ  
ঘাম জমা তৃণের বুকে অবিরাম প্রজাপতির নৃত্যে।


হলুদ পায়ের হাঁস সাঁতরাবে কলমির গন্ধ মাখা ঝিলে
শাপলা দীঘিতে নির্বাক চাঁদ ডুবে যাবে রজনী শেষে
চকোরির পিপাসিত চোখের পাতার আড়ালে
শিমুল ফুলের আধো ঝরা ডালে কপোতী যুগলের প্রেম প্রহরে।


বাদুড় উড়া রাতের ডানা ঝাপটানো শব্দের সুরে
অবুঝ সময় কেটে যাবে ঘাসফুল ফোটা ভোরের বাতাসে
অদেখা প্রেয়সীর কাঁধে মাথা রেখে রূপকথার গল্পে
কামিনীর ঝুম্ ঝুম্ পাপড়ির বৃষ্টিতে ভিজে কষ্টের যবনিকায়।
________________
১১ ডিসেম্বর ২০১৬ এথেন্স.গ্রীস  
  © Copyright সংরক্ষিত ®