ঝরা পাতার সাথে করেছি মিতালী উদাসী হলুদ অপরাহ্নে
অনুরাগের ছোঁয়া দিয়ে করেছি বসন্ত বিদায় আগেই
শিশির ভেজা সূর্য পোকাদের স্বপ্ন বিলাসী মনে
মরুর দু'চোখ পিপাসায় ভাসে আষাঢ়ের নয়নের বর্ষা জলে
দূর্ভেদ্য কুয়াশার মতো নক্ষত্রের জাল বুনে
সুর তুলে একাকী জ্যোৎস্নার বুকের রুদ্ধ দ্বারে।


বর্ণালী প্রজাপতির নূপুর বেজে যায় হৃদয় অলিন্দে
নিস্তব্ধ রাতের বুকে জাগায় শূন্যের দীর্ঘতর রূপালী কিরণ
বিয়োগের স্থিতিকালের বিদীর্ণ আল্পনার আড়ালে
কালের ভ্রান্ত কক্ষপথে ক্লান্তহীন ঘুরছি চতুর্দিকে সারাক্ষণ
পথের ধূলোয় অবহেলার সত্য আয়নার টুকরোতে
মিথ্যার কারাগারে বন্দী করে শুধুই নিঃশ্বাসের অভিনয়।


কখনো কেউ আমাকে স্পর্শের হাত বাড়িয়ে বলেনি
তোমার অপাপবিদ্ধ মনে এঁকে দেবো শব্দের মায়াবী মাধুরী
মুক্তোঝরা হাসি নিয়ে স্নিগ্ধ কোমল হৃদয়ের আঁখিপাতে
আমি ধরা দিতে চাই তোমার বাকরুদ্ধ বুকের মাঝে
মনের আকাশ সীমান্তে লুকোচুরি করে নিত্যদিন
অভিমানী মেঘে অর্ণবের মাতাল তরঙ্গের অবিরাম নৃত্যে।


আমি চাই রাতের শেষ প্রহরে গাঢ় আঁধারের পর্দা সরিয়ে
জেগে উঠুক প্রভাতের নিভৃত বাতায়নে নবীন কিরণ
জীবনের ধুলোমাখা খাতার আধো ছেঁড়া পাতায় এঁকে দিয়ে যাক
নিঃসঙ্গতার প্রাচীর ভেদে আঁখির তারায় স্বপ্নিল রঙে
হৃদয় স্পন্দনে ঝরা পাতার মুগ্ধ নূপুর বাজিয়ে
পরিণয়ের রাত নিয়ে আসুক জীবনে প্রেমের গুঞ্জনে চুপিসারে।
________________
১২ ডিসেম্বর ২০১৬ এথেন্স.গ্রীস
  © Copyright সংরক্ষিত ®