কখনো কি বলেছি ভালবাসতেই হবে আমাকে
আমি শুধু চেয়েছি অনিন্দ্য হাসির আড়ালে
ভাঁজ পড়া গালের আলতো আদরে বাঁচতে।


বুকের তপ্ত নিঃশ্বাসের সুগন্ধে হারাতে
কৃষচূড়ার লালি মাখা ঠোঁটের গোলাপি পরশে
হরিণ ডাগর চোখের কাজলা আঁধারে লুকোতে।


একগুচ্ছ ঘাসফুল আঁচলে বেঁধে মুগ্ধ হাসিতে
বর্ষার প্রথম বর্ষণমুখর রাতে প্রেমের অলিন্দে
ভেজা শরীরের স্নিগ্ধতা মাখা মধুর আলিঙ্গনে।


তটিনীর তীরে কাশফুলের নূপুর গুঞ্জনে
মুক্তোঝরা হাসির বন্যায় ঝিনুকের কলতানে
বাসন্তী রঙ আঁচল উড়া ব্যাকুল শান্ত ছায়ায়।


তারা ঝরা রাতে নক্ষত্রের বৃষ্টিতে ভিজে
রক্তিম অধরের ভাঁজে ভাঁজে চুম্বন আলাপনে
নব জীবনের স্বর্গসুখ প্রণয়ের অনন্ত বন্ধনে।
________________
১৩ ডিসেম্বর ২০১৬  এথেন্স.গ্রীস
  © Copyright সংরক্ষিত ®