এখন আর এই ভ্রান্ত পৃথিবীর কাছে
কিছুই চাওয়ার নেই আমার,
এখানে কেউ থাকে বিশাল অট্টালিকায় সুখে  
কেউ ঘুমায় ফুটপাতে, নর্দমার ধারে।


আমি চেয়ে দেখি নির্বাক নয়নে
অজস্র মানুষ ক্ষুধার রাজ্যে ভিখারি
তাদের চিৎকারে কম্পিত হয় ভূবন মন্ডল
এ কেমন মায়াহীন নিষ্ঠুর সমাজ।


কেউ আবার ঐশ্বর্যের নেশায় গভীর ঘুমিয়ে
নিরন্তর ছুটে চলা ঘৃণাযুক্ত জীবনে
অট্টহাসির উল্লাসে শুধুই স্বার্থপরতার বন্ধনে
অযাচিত নিষ্প্রাণ মমত্ববোধের চোখে।


ধুলোময় গোলকের জলের উচ্ছ্বাসিত নদী
স্রোত হয়ে ঘরশূন্য অনুভূতির ছোঁয়ায়
দ্বার ভেঙে নীল শব্দরা শুধু যন্ত্রণার ছবি আঁকে
আমার প্রার্থনায় বেদনাহত নক্ষত্রের মতো।


হে ! মানবতা আমায় ক্ষমা করো নির্দ্বিধায়
আমি নিরুপায় সত্যি আমি নিরুপায়
ভাঙতে পারিনি বাঘবন্দী নিয়মের বেড়াজাল
সভ্যতার বিন্যস্ত শক্তির মাদকতায়।  
________________
১৪ ডিসেম্বর ২০১৬  এথেন্স.গ্রীস
   © Copyright সংরক্ষিত ®