তোমার কপোলের প্রহরী তিল টি আমায় উতলা করে
আমি স্বচ্ছন্দে হারিয়ে যাই তোমার কাজল চোখের আঁধারে
সোহাগ রেণুর জ্যোৎস্না ঝরে পড়ে ঠোঁটের নীড়ে
সহস্রাব্দ যুগের সাধনা তুমি আমার জীবন সীমান্তে।


আমি চাই তোমায় অদৃশ্যের ছায়ার মতো নিবিড় আদরে
তৃপ্ত সমীরণের ছোঁয়ায় বিভোর সুমধুর কলতানে
তপ্ত নিঃশ্বাসের স্নিগ্ধ নূপুর শান্ত তটিনীর মৃদু গুঞ্জনে
জীবন আমার স্বর্গীয় সুখে পরিপূর্ণ অজস্র জনমের বন্ধনে।

কি নেই আমার কাছে বলো, তুমি স্রষ্টার শ্রেষ্ঠ উপহার  
দিগ্বিজয়ী প্রেয়সী তুমি থাকবে আমার হৃদয় দিগন্তে
যোজন প্রেমের সাথী আমার একান্ত নিবিড় মায়ার বাঁধনে
স্মরণ বেলায় ভীষণ পাওয়া অনুক্ষণের মধু ফাল্গুনে।


পরমানন্দে কেটে যাবে জীবনের অসংখ্য অধিকল্প এভাবেই
তোমাতে আমি আমাতে তুমি, একে অপরের প্রণয়ে
স্বর্গের দেবতা চেয়ে চেয়ে দেখবে আমাদের সুধা পান নীরবে
চার হাতে আঁকা ভাগ্য রেখায় অপলক চেয়ে সারাক্ষনে।
________________
১৫ ডিসেম্বর ২০১৬ এথেন্স.গ্রীস
  © Copyright সংরক্ষিত ®