ওহে হেমন্ত ! তুমি এসেছিলে একবার নীরবে
আমার জীবনের ঝরা পাতা উড়িয়ে
দুঃখগুলো নিজের করে হলুদ রঙের বেণীতে বেঁধে
নিজের সুখ দিয়েছিলে বিসর্জন
দু'চোখে বর্ণিল স্বপ্নের রেশ জাগিয়ে
তুমি এসেছিলে আমার দ্বারে জীবনের অবেলায়।


জীবন তোমার হাতে করে সমর্পন  
দাঁড়িয়ে ছিলাম ভালোবাসার হাতটি বাড়িয়ে
জীবন উপন্যাসের প্রতিটি চরিত্র এঁকে
ভবিষ্যতের সুদূর দিগন্তে তাকিয়ে নির্দ্বিধায়
ফেলেছি দীর্ঘশ্বাস প্রত্যাশায়
দুঃখ ভুলে জীবনের স্বর্নালী সুখের দ্বারে।


আকাশের সকল প্রান্তেই মেঘের গভীর আচ্ছাদনের
নিবিড় ব্যাকুল অপেক্ষমান জীবন সংহারে
সুবিন্যস্ত স্বপ্ন পূরণের দৃঢ় প্রত্যাশায়
কার্তিকের ভেজা ক্লান্ত সন্ধ্যার মৌনতায় হেসে
নিঝুম রাতে মুঠো মুঠো আঁধারের নীরবতা গায়ে মেখে
নির্বাক চলেছি একা পথের বাঁকে হেমন্তের রথে।
________________
১৮ ডিসেম্বর ২০১৬ এথেন্স.গ্রীস
  © Copyright সংরক্ষিত ®