অনেক দিন ধরে ভাবছি চিঠি লিখবো তোমায়
তোমার ঝিনুক ঠোঁটের অভিমান ভাঙাতে
মুক্ত বিহঙ্গের শুভ্র ডানায় বেঁধে অতীতের প্রণয়ের গল্প
রচনা করে অবাক মৌনতার কল্পকাব্যের স্বরলিপি
মনের সকল মাধুরী ঢেলে যখন তুমি পড়বে একাকী  
অক্ষি তারকায় লুকোনো অজস্র মুক্তো কণা
কাজল ধোয়া জলে মিশে কপোলের ভাঁজে ভাঁজে
অশান্ত বুকে এঁকে দিয়ে যাবে পাহাড়ি ঝর্ণার অনুপম আল্পনা।


আধোখোলা বাতায়নের পাশেই পড়ে রবে
একান্ত অভিমানে ভাঙা রেশমি চুড়ির অজস্র টুকরো
হৃদয়ের সব অভিমান ঝরে পড়বে বিন্দু বিন্দু হয়ে
বৃষ্টি ভেজা সন্ধ্যার মৌন হাওয়ার মিছিলে
বিরহের দীর্ঘায়িত ক্ষণগুলো জ্যোৎস্নার দ্বার ভেঙে
শিহরিত নয়নে দাঁড়াবে তোমার হৃদয় অলিন্দে
বিনিদ্র রাতের নক্ষত্রগুচ্ছ বেদনার তাপময় তনুতে ঘুরে ঘুরে
উদাস জানালার আবছা আঁধারে চেয়ে থাকবে নীরবে।


হৃদয়ের অন্তর্লীন ব্যথাগুলো ঢেকে কুয়াশার অশ্রু চাদরে
অসহায় করুণ নিষ্প্রভ চাহনির অন্তরালে
হৃদয়ের অনুভূতিগুলো বেঁধে দিয়ে শব্দের গাঢ় কুজ্ঝটিকায়
বিষাদের রাতের শেষে সুখ ছুঁয়ে আসবে প্রভাত
নিদ্রাহীন ক্লান্ত নয়নে দেখবে চেয়ে ভোরের বাতাসে উড়ে
শিউলির পাঁপড়ি জড়ানো একটি চিঠি তোমার নিভৃত দ্বারে
আমার উষ্ণ আদরের চিহ্ন খুঁজে পাবে নীল খামের ভাঁজে
আরো পাবে একমুঠো অকৃত্রিম ভালোবাসার ছোঁয়া।
________________
১৯ ডিসেম্বর ২০১৬ এথেন্স.গ্রীস
  © Copyright সংরক্ষিত ®