একদিন আমি হবো জোনাকি নিঝুম রাতের শান্ত বুকে
তুমি বাতায়নে দাঁড়িয়ে মুগ্ধ হবে আমায় দেখে
তোমার নক্ষত্রের মতো উজ্জ্বল মুখখানি আঁচলে ঢেকে
বিমুগ্ধ হবে আমার নৃত্যের তালে তালে।


আমি অন্ধকারের বুক চিরে কুয়াশার চাদর সরিয়ে
নির্লিপ্ত চাঁদের মহা উৎসবে স্বপ্নের পৃথিবীর দ্বারপ্রান্তে
জ্যোৎস্নার আলিঙ্গনের প্রহরের মধু ছন্দে ছন্দে
নিবিড় প্রেমের ছবি এঁকে যাবো নয়ন কোণে।


বাঁধবো তোমায় প্রেমের চন্দ্রহার এক নবীন প্রভাতে
শ্রাবণের ঝিরিঝিরি ধারায় প্রেমানন্দে ভেসে
পড়াবো অরুণ আঁখিতে ভ্রমরের কাজল কৃষ্ণ ছোঁয়াতে
অপরাজিতার এক চিলতে মাধুরী মেখে।


এক প্রফুল্ল মউ রাতের নবকান্তে প্রেমের আবেশে জড়িয়ে
কুসুম কোমল হৃদয় মাঝে অনুরাগের প্রদীপ জ্বালিয়ে
অনিন্দ্য সুরের জাদু জাগাবো নিঃশ্বাসের সৌরভে
ফুটে উঠবে ভৈরবী বাতাসে নবদিগন্তে মায়াবী আল্পনা।


হৃৎপিণ্ডে তোমার স্পন্দন নীরব পুলকিত মায়া ভরে
অভিমানের কুহেলিকা গায় স্পর্শের অন্তরালে
মিলন সন্ধ্যায় মধুর যামিনী সেজে তুমি দাঁড়িয়ে থাকো
নীরবে আমার নিভৃত অন্তর অলিন্দে।  
________________
০৪ জানুয়ারি ২০১৭ এথেন্স.গ্রীস
   © Copyright সংরক্ষিত ®