অনেকদিন পর আবার দেখা হলো তোমার আমার,
এক স্বপ্নের রাতে ক্লান্তি বিসর্জনের প্রহরে,
স্মৃতি বিস্মৃতির অন্তরালে বিমুখ কালের অচেনা পথে,
ভ্রান্ত সময় কি করে আমাকে নামিয়ে দেয়,
সোনালী শৈশবের বিভীষিকার হলুদ হেমন্তের মাঠে।

অজস্র বসন্ত শুনিনি কোকিলের কুহুতান,
আমরা নিযুত যোজন যোজন দূরত্বের উদ্বাস্তু পথিক,
তবুও উদ্বাহু বাড়িয়ে নষ্ট নীরব বিকেলে,
অধরা স্বপ্নের সিঁড়ি বেয়ে আবেগী স্বপ্নীল মোহতায়,
পৃথিবীর সব রঙ মেখে প্রেম যবনিকায়।

চলতে চলতে জীবনের অন্ধকার পথে ভুল ঠিকানায়,
এখনো দূরত্বে দাঁড়িয়ে প্রশ্নের শূন্যতায়,
কিছু অব্যক্ত সমবেদনার নিষ্পাপ শব্দগুলো নীরব,
অদৃশ্যের অন্তরাল থেকে নেমে আসে,
স্মৃতির মঞ্চে বুকের গভীরে মুগ্ধতার নিভৃত দ্বারে,
উন্মাদনার মমনভোলা গোধূলির আবেশে।

জীবনের আলো খুঁজে ফিরি একান্ত স্পর্শের অনুরাগে,
অজস্র যুগের তৃষ্ণার বাণে আবীর ছুঁয়ে,
দিগন্তের ওপারে লুকোয় আঁধারি কুয়াশার মিছিল,
তোমার আগমনের সৌরভী নয়নে,
তোমাকে বলতে পারিনি আমার বিষাদাচ্ছন্ন অনুভূতি,
কিভাবে কাটে তোমার অপেক্ষার প্রতিক্ষণ।
________________
০৯ জানুয়ারি ২০১৭ এথেন্স.গ্রীস
   © Copyright সংরক্ষিত ®