কতদিন হলো নিজেকে দেখিনা ভালো করে
দেখার সময়ও পাইনা তেমন
এখন আর রূপালী যৌবন নেই চোখের ডগায়  
জীবনের বাস্তবতার মাঝে কখন যে আমার অঙ্গরূহে
শুভ্রতার ভাব এসেছে বুঝতেও পারিনি।


কতদিন হলো নিজেকে ছুঁয়ে দেখিনি একটিবারও
সব কিছুই বদলে গেছে সময়ের পাতায়
সময়ের হাত ধরে উড়ে যায় জীবনের সব
মান অভিমান আহ্লাদ বিমুগ্ধ হাসি।


হাতের মুঠোয় ছিল একগুচ্ছ অনিন্দ্য সুন্দর স্বপ্ন
একে একে হারিয়েছে নির্বাক প্রত্যাশার ভিড়ে
সময়ের হাত ধরে হেঁটেছি হাজার বছর
রক্ত ঝরেছে অব্যর্থ তীরের চরম তীব্র আঘাতে।


ক্লান্তি ঝরে পড়ছে বৃষ্টির মতো অবয়বে অবিচ্ছেদে
হতাশা আছড়ে পড়ছে জীবনের আঙিনায়
আমার জীবনের অলস প্রহরের নির্লিপ্ত জমিনে
বুকের বীণায় বেজে উঠে অতৃপ্ত ক্লান্তির সুর।  


জীবন থেকে দূর অজস্র বাঁধনে বাঁধা দূরত্বের অরণ্যে
ঝরা পাতার সাথে করেছি পত্র মিতালি
সোনালী দিনগুলো হারিয়েছে স্বপ্নবিলাসী বেলাভূমে
এখনো পিছু ডাকে ফেলে আসা দিনের হাতছানি।
________________
১১ জানুয়ারি ২০১৭ এথেন্স.গ্রীস
  © Copyright সংরক্ষিত ®