পথিক তোমার গন্তব্য কোথায়
অস্ত আকাশে নিনাদের নির্দয়তার অন্তরালে
পিপাসিত মরুর করুণ আর্তনাদের মরীচিকায়
নাকি অতৃপ্ত এই পৃথিবীর ভ্রান্ত পথের মায়াজালে।

অসহ্য লৌকিকতায় ভুলে গিয়ে
বিশৃঙ্খল দাপটে অমানিশা মৃত্যু যামিনী রথে
ভুলের শিকল ছিঁড়ে অপরাধী হয়ে নির্বাক পথে
শুকনো পবনে উড়ে যাওয়া দিগন্তের বলিরেখায়।


সম্ভাবনার দাঁড় টেনে অশান্ত নদীতে
ভীষণ অস্থিরতা ছুঁয়ে যাওয়া প্রতীক্ষাতে
অবাক সময়ের ঢেউ উথাল পাতাল করে যায়
অস্থির গাঢ় রাতের বিবশ নিরালায় রক্তক্ষরণে।


অঞ্জলি প্রহরে স্বপ্নের আলিঙ্গনে
জীবনের শেষ বিকেলের সীমান্তে দাঁড়িয়ে
রুদ্ধ সময়ে যবনিকার অখিল চাদরে মুখ ঢেকে  
নিরস বেলায় অলস আঙ্গিকে জ্বেলে সাঁঝের প্রদীপ।


কি পাবে পথিক এই ভ্রান্ত পথে
বিমূর্ত রাতের অনড় নীরব আকর্ষণে
সপ্তপর্ণীর যাত্রার রক্ষিত রাতের ইতিহাসে
কালের সমীক্ষায় কে খুঁজে পাবে তোমার অস্তিত্ব।
________________
১৭ জানুয়ারি ২০১৭ এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®