অগোছালো জীবনের সিঁড়ি বেয়ে নেমে এসেছিল
মেহেদী রঙে রঙিন হাতছানিতে সন্ধ্যার মৌনতায়
জ্যোৎস্না ঢাকা সুগন্ধি রাতে চাঁদের শরীর থেকে
তোমার উষ্ণ ঠোঁটের বাহারি চুম্বনের স্নিগ্ধ সুবাস।


মনোরম ঝিরি ঝিরি বাতাসে ঝরে পড়েছে শিউলি
পথিকের ক্লান্ত চোখে নিবিড় রাতের আল্পনা এঁকে
একলা মনের নিরালায় নীরব অভিসারের কল্পনা  
আকাশের নীল জ্যোতিতে স্মৃতিগুলো করেগেছে বন্দী।


ধুলোময় জলে উচ্ছ্বাসিত নদী প্রসারিত দীর্ঘশ্বাসে
এখনো রয়েছে স্বপ্নান্ধ নয়নে প্রথম প্রেমের মুগ্ধতা
হৃদয়ে অসীম সুখের ছোঁয়া নির্বাক শব্দের আলাপনে
বেয়াড়া ভাবনার শ্রাবণ গোধূলিতে ভিজে তৃষ্ণার্ত স্বপ্ন।


পড়ন্ত বিকেল ছবি এঁকে দিয়ে যায় দ্বিধাচলের বুকে
ভবঘুরে মেঘ উড়ে বেড়ায় মনের অশান্ত আকাশে
একাকিত্বের অন্ধকার নূপুর ঝংকারে পরিত্যক্ত হয়ে
রঙিন স্বপ্নের নেশায় পড়ে থাকে শূন্য মনের আস্তরে।


জীবনের বাঘবন্ধী বেড়াজাল ভেঙে উদ্বাসিত নেশায়
অধীর অস্থির করে আপাদমস্তক চুম্বনের ছোঁয়ায়
আমি নির্বাক বসে থাকি পরিণয়ের অপেক্ষা নিয়ে
শিশির ভেজা বাদামি শরীরের আবরণ ছিন্ন করে।  
________________
২২ জানুয়ারি ২০১৭ এথেন্স.গ্রীস
  © Copyright সংরক্ষিত ®