হৃদয়ের অব্যক্ত গভীর ব্যথাগুলো মুক্তা হয়ে
ঝরে পরে দগ্ধকরণ হৃদয়ে কপোল ভিজিয়ে
অবিরত তোমার আঁচলের মৌন মায়ায়
নিষিক্ত রাতের অন্তহীন যন্ত্রণার রুদ্ধ দ্বারে।


মনে অফুরন্ত অস্থিরতা,নির্বাক নিশ্চুপ অতুষ্ট
অসময়ের কষ্টপথে একাই আজ তীর্থযাত্রী
স্মরণের নূপুর পড়ে ব্যথিত অতীতের ছায়ায়
বিভাজিত মমতায় পিছু ডাকে নির্বাক।


সুখ হারায় হঠ্যাৎ দুরারোহ মরীচিকার পথে  
সময়ের পদাবলীর ঘূর্ণিঝড়ে রিক্তের বেদনে
তোমার চোখের নিচে কালো স্মৃতি রেখে গেছে
অজস্র নির্ঘুম রাতের স্মৃতিময় অস্তিত্ব।


জীবনের উন্মার্গ অসমাপ্ত যন্ত্রণার নীল ঢেউ
পোহানো রাতের সাগরে উপচে উঠে দ্বিগুণ
তুমি স্বপ্ন ছিঁড়ে ছিঁড়ে গাঁথ মালা বশ্যতা প্রহরে
ভূপাতিত অন্তহীন কষ্টের অন্তর্পণের উঠোনে।
________________
২৮ জানুয়ারি ২০১৭ এথেন্স গ্রীস  
  © Copyright সংরক্ষিত ®