বসন্ত নিয়েছে বিদায় সুর তালহীন মৌনতার অন্ধকারে
জীবনজ্যোতি নিভু নিভু বৈশাখী সন্ধ্যার প্রবল ঝড়ে
রিক্ত শাখা পুড়েছে সময়ের দাবানলের ভীষণ প্রলয়ে।


কালের অজান্তে নিষ্ঠুরতার অবয়বে হঠাৎ করেই
জীবনের ক্যানভাসে দু'একটা আঁচড় গেছে রেখে
মরীচিকার মত দিনের আলোর অস্পষ্ট দিগন্ত রেখায়।


কালের যাত্রার নীলাভ সীমানায় দগ্ধতার অন্তরালে
নিষিক্ত প্রহরের নিযুক্ত তারারা নীরব হাসে
অভ্যান্তরের কি নিদারুণ ধ্বংসের প্রতিযোগিতায়।


ভয়াবহ যুদ্ধ করেই চলেছি প্রতিনিয়ত নিজের সাথে
তীব্র ব্যথায় ছটফট করেও নির্লজ্জের মতো
তাকিয়ে থাকি সীমাহীন অরক্ষিত নয়নে ক্লান্তি নিয়ে।


দুরন্ত স্রোতে খড়কুটো আঁকড়ে ধরি বাঁচার আশায়
তখন অনেক ইচ্ছে করে গভীর অন্ধকার হতে
আবার নিলিপ্ত চাঁদ কুয়াশার আঁচল সরিয়ে জেগে উঠুক।


নোনা রজনীর ঢেউগুলো আমাকে ডেকে নিয়ে যাক
নিঝুম রাত হতে অস্তিম অনন্ত শুভ্র প্রভাতে
আবার বসন্ত হাতছানি দিক সুখময় পৃথিবীর দ্বারপ্রান্তে।


সেই অসীম প্রত্যাশায় পরিবর্তনশীল সময়ের স্রোতে
সীমাহীন বেদনাভোজের মহোৎসবের নৃত্যেও
জীবনের রঙিন স্বপ্ন নয়নে গেঁথে গাই শান্ত জীবনের গান।    
________________
০৫ ফেব্রুয়ারি ২০১৭ এথেন্স গ্রীস
   © Copyright সংরক্ষিত ®