আমি স্বাধীনতার নেশায় ভাসতে আসিনি
এসেছি আমাদের এই মহান স্বাধীনতা অর্জনের পিছনের
মহা মানুষদের পায়ের ধুলির আশীর্বাদ নিতে।


আমি ভাষা নিয়ে তর্কে জড়াতে আসিনি
এসেছি বাংলা ভাষার মর্যাদা রক্ষায় যারা দিয়েছে প্রাণ
তাদের অজস্র প্রাণঢালা বিনম্র শ্রদ্ধা জানাতে।


আমি বিজয়ের উল্লাসে মাতাল হতে আসিনি
এসেছি সেই অর্জিত লাল সবুজ পতাকা উত্তোলনের শহীদ
মা ও বোনদের রক্তিম আঁচল ছায়ায় সমাধি পেতে।


আমি অন্যায়ের কোন শাস্তি দিতে আসিনি
এসেছি বাংলা মায়ের বুক থেকে নৃশংসতা নিপাত করতে
অন্ধ সমাজের দীপনেভা ঘরে সন্ধ্যাবাতি জ্বালাতে।


আমি বিশ্ব মানবতা দিবসের ছুটিতে আসিনি
এসেছি অবহেলিত বঞ্চিত ও ব্যথিতদের পাশে হাসি মুখে
দাঁড়িয়ে সব দুঃখগুলো ভাগ করে আনন্দ পেতে।


আমি কাউকে কোন করুণা করতে আসিনি
এসেছি নিজের দায়িত্বে সব মানুষের মুখে হাসি ফোটাতে  
নিজেকে মানুষ হিসেবে মনুষ্যত্বের তরী বাইতে।


আমি লাল গোলাপের সৌরভ নিতে আসিনি
এসেছি সবার হৃদয়ে লাল গোলাপী সৌরভী বাগিচা গড়তে
ঝরা পলাশ মুষ্টিবদ্ধ করে দৃঢ় প্রত্যয় নিতে এসেছি।  
________________
২১ ফেব্রুয়ারি ২০১৭ এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®