যখন তপ্ত সূর্য ধীরে ধীরে ঢলে পড়ে সন্ধ্যার মিনারে
চারিদিকে নেমে আসে জোনাক জ্বলা নৈশব্দের অন্ধকার
শুনেছি তখন মুঠোফোন জেগে উঠে তোমাদের শহরে
অব্যক্ত আকুতিগুলো মৃদু কন্ঠে হাসে ঠোঁটের গভীরে।


প্রেমের বারিবর্ষণে সিক্ত করে দেয় মনের উষ্ণ সৈকত
সৌভাগ্যবান হয় উঠে মুঠোফোন অঝোর চুম্বন বর্ষণে
শারীরিক নীল ভাবনার কম্পন উঠে হৃদয়ের স্পন্দনে
এক নির্বাক মধুর স্পর্শে জেগে উঠে রোমকূপে পিপাসা।


মুঠোফোনে দু'পাশে জেগে থাকে নিকোটিন আলাপন
অগাধ কন্ঠস্বরে সুখ ভেসে উঠে যান্ত্রিক ভালোবাসায়
নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রশান্তি হরণ করে চলে
বৈধ অবৈধ সুখের নেশা ভাঁজ পড়া উপাধান চাদরে।


রাত গভীর থেকে হয় গভীরতর জৈবিক ভাবনায়
ধীরে ধীরে ক্লান্তি নেমে আসে শরীরের ভাঁজে ভাঁজে
শিশির ভেজা প্রভাতে লেগে থাকে নির্ঘুম রাতের চিহ্ন
অধীর আশা নিয়ে আরেক নীরব রাতের অপেক্ষায়।
________________
২৬ ফেব্রুয়ারি ২০১৭ এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®