এষণা তুমি কি একটু আলতো করে ছুঁয়ে যাবে আমায়
এই ধূসর ফাগুনের রঙে বিভ্রান্তির অকিঞ্চন পৃথিবীতে
দূরের আকাশে নির্লিপ্ত শূন্যতায় এক অক্ষুন্ন প্রত্যাশায়
নীরবতা ছোঁয়া হৃদয়ের গাঢ় ভাবনার আভাস হয়ে।


নরম রোদে দক্ষিণ হাওয়ায় কোকিলের কুহুতান মেখে
তুমি ভাসিয়ে দিয়ে যেও অনবরত অক্ষোভের বাতাসে
জীবনের কঠিন সিঁড়িপথ পেরিয়ে দুর্গম উপগিরি ভেদে
অগন্তব্যের উদ্বিগ্নতা নিয়ে হৃদয়ের অগ্রস্থিত ঠিকানায়।


এক বসন্ত বিকেলের ভৈরবী বাতাসে একান্তচারী হয়ে
অসীম শূন্যের স্তব্ধতার নীলে দৃষ্টির একেশ্বরী ভাবনায়
অদৃশ্যের সেই ব্যর্থ পিয়াসী রুদ্রপথের মৃত্তিকার মঞ্চে
ঊর্মিলা ঠোঁটের বাঁধভাঙা উচ্ছ্বাসিত রূপালী সৈকতে।


ছায়ানামা বিকেলের বাতায়নে কঙ্কণী আলিঙ্গনের স্বাদে
নীলকমল সরোবরে দু’ফোঁটা লালিত্য সুধা ঢেলে দিয়ে
শব্দের শৈথিল্যে এক মনোরম আল্পনার জলচ্ছবি এঁকে
নীলের শুভ্র গালিচায় বসন্তের ঝরা পরাগরেণুর ভাঁজে
________________
২৮ ফেব্রুয়ারি ২০১৭ এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®